November 25, 2025, 5:22 pm
শিরোনামঃ
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী নির্বাচন কমিশনের সংলাপ আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের টার্মিনাল চুক্তি নিয়ে হাইকোর্টের রায় দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত : রুহুল কবির রিজভী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার  ফরিদপুরের ফেসবুকে কাবা শরিফ নিয়ে আপত্তিকর ছবি পোস্ট ;  যুবক গ্রেপ্তার রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ   পিরোজপুরে সাইবার সহিংসতা প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা 
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে আটকে গেছে গাজামুখী ত্রাণবাহী ট্রাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকার রাফাহ ক্রসিংয়ে শত শত ত্রাণবাহী ট্রাক মিশরের মরুভূমিতে অচল অবস্থায় কয়েকদিন ধরে আটকে আছে। সীমান্ত পেরিয়ে মানবিক বিপর্যয়ের জন্য ইসরাইল কর্তৃক কেবল কয়েকটি ত্রাণবাহী ট্রাককে প্রবেশের অনুমতি দিয়েছে।

রাফাহ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা বলেছেন, প্রায় দুই বছর ধরে যুদ্ধের পর, ফিলিস্তিনি ভূখণ্ডে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। পাশাপাশি বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতিও রয়েছে।

সাহায্যকারী গোষ্ঠীগুলো বলেছে, ক্রমবর্ধমান সংকট সত্ত্বেও প্রয়োজনীয় সরবরাহের প্রবাহ ধীর গতিতে চলছে। সংস্থাগুলো বলেছে, এটা খুবই বেদনাদায়ক।

জাতিসংঘের চার কর্মকর্তা, বেশ কয়েকজন ট্রাক চালক এবং একজন মিশরীয় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক এএফপিকে জানিয়েছেন, জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম, আশ্রয়কেন্দ্র ও পানির অবকাঠামোর যন্ত্রাংশের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরাইল।

তারা বলেছে, সরবরাহগুলো প্রায়শই ‘দ্বৈত-ব্যবহার’ হওয়ার কারণে বাতিল করা হয়েছে, যাতে সেগুলো সামরিক কাজে ব্যবহার না করা হয়।

ফরাসি দাতব্য চিকিৎসা সংস্থা এমএসএফ-এর গাজায় জরুরি সেবা বিভাগের প্রধান আমান্দে বাজেরোল বলেন, ‘কিছু উপকরণ কেবল ধাতব বলেই প্রবেশের অনুমতি নেই’।

সাহায্য কর্মীরা জানিয়েছেন, মিশরের পাশে একটি ট্রাক ভর্তি নিবিড় পরিচর্যার সরঞ্জাম আটকে রয়েছে। জাতিসংঘ গাজায় নিবিড় পরিচর্যার সরঞ্জাম তীব্র ঘাটতির কথা জানালেও ইসরাইলিরা তা আটকে রেখেছে। কারণ, এর একটি প্যালেট কাঠের পরিবর্তে প্লাস্টিকের তৈরি।

মিশরীয় রেড ক্রিসেন্টের একজন স্বেচ্ছাসেবক বলেন, ‘একটি প্যালেট বাঁকা হয়ে যাওয়ায়, অথবা ক্লিং ফিল্মটি সন্তোষজনকভাবে মোড়ানো না হওয়ায় অন্যান্য সরঞ্জামগুলো বা চালান ফিরিয়ে দেওয়া হয়েছে।’

মিশরীয় রেড ক্রিসেন্টের প্রধান আমাল ইমাম বলেছেন, সবকিছু আগে থেকে সারিবদ্ধ এবং অনুমোদিত হওয়ার পরেও, সরঞ্জামগুলো এখনও ফেরত পাঠানো যেতে পারে।

তিনি বলেন, একটি প্যালেটের পাশে জাতিসংঘের অনুমোদন নম্বর, কোগ্যাটসহ সকল পক্ষের দ্বারা অনুমোদিত ছিল। সকল পক্ষের অনুমোদন থাকায় এটি সীমান্তে পৌঁছে যায়, কিন্তু এটি ফিরিয়ে দেওয়া হয়।

কোগ্যাট হল ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা যা ফিলিস্তিনি অঞ্চলগুলোতে বেসামরিক বিষয়গুলো তত্ত্বাবধান করে।

ইমাম বলেন, নিষেধাজ্ঞা মেনে চলাও অবিশ্বাস্যভাবে ব্যয়বহুল বলে উল্ল্খে করেন।

তিনি আরো বলেন, ‘একজন মানবতাবাদী হিসেবে আমি আমার জীবনে কখনও দেখিনি, প্রতি ইঞ্চি গজ পর্যন্ত প্রতিটি সাহায্যের ক্ষেত্রে এই ধরণের বাধা দেওয়া হচ্ছে।’

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page