অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের সর্বশেষ অভিযানে ইহুদিবাদী ইসরাইলের দিকে যাওয়া আরেকটি জাহাজে হামলা চালিয়েছে।
ইয়েমেনি সামরিক বাহিনী গতকাল (সোমবার) এক বিবৃতিতে অভিযান পরিচালনার ঘোষণা দিয়ে বলেছে, “ব্লু লেগুন আই” নামের জাহাজটিকে লোহিত সাগরের মধ্য দিয়ে যাওয়ার সময় লক্ষ্যবস্তু করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “অপারেশনটি ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং ড্রোন ইউনিট যৌথভাবে পরিচালনা করেছে। বেশ কয়েকটি উপযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে জাহাজে আগুন ধরে যায়।
ইয়েমেনি সামরিক বাহিনী বলেছে, মিশনটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজার যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে পরিচালনা করা হয়েছে।
গত ৭ অক্টোবর থেকে যখন ইসরাইল গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করে, তখন থেকে ইয়েমেনি বাহিনী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী বিপুল সংখ্যক হামলা চালিয়েছে।
Leave a Reply