May 4, 2025, 8:31 pm
শিরোনামঃ
এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা কোরবানির জন্য পশু আমদানি করা হবে না : প্রাণিসম্পদ উপদেষ্টা মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি : নিরাপত্তা উপদেষ্টা খাদ্য উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিদলের বৈঠক সুনামগঞ্জে মাদকসহ তিন মাদক কারবারি আটক যশোরে পূর্ব শত্রুতার জেরে তরুণের ওপর বোমা হামলা ও কুপিয়ে জখম নারায়ণগঞ্জে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনছে ভারত ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

ঈদ নির্বিঘ্ন হওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদুল ফিতরে মহাসড়কে যানজট না হওয়ায় এবং ন্যূনতম বিদ্যুৎ বিভ্রাট না ঘটায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত এবারের ঈদুল ফিতর নিয়ে ভালো কথা ছাড়া আর কিছুই শুনিনি। সবাই প্রশংসা করেন, সবকিছু সুশৃঙ্খল ছিল।

তিনি বলেন, এখন একটি নিয়ম তৈরি করা হয়েছে এবং এটি সারা বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ফওজুল কবির খান। কীভাবে ঈদের প্রস্তুতি নিয়েছেন সে বিষয়ে তিনি প্রধান উপদেষ্টাকে জানান। উপদেষ্টা বলেন, স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে কাজ না করে আমরা পুরো ইউনিট হিসেবে কাজ করেছি।

সায়েদাবাদ বাস টার্মিনাল কীভাবে পরিষ্কার করা হয়েছিল সেই উদাহরণ দিয়ে তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় এমনকি বেসরকারি খাতও পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল।

মো. ফওজুল কবির খান বলেন, আমরা যখন সায়েদাবাদ বাস টার্মিনালে যাই, তখন সেটি নোংরা ও অগোছালো ছিল। দেখতে অনেকটা দৈত্যাকার প্রস্রাবখানার মতো। তাই আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করেছি।

উপদেষ্টা আরও জোর দিয়েছিলেন, ঈদের ছুটিতে কোনও কর্মকর্তা তাদের বাড়ি যাননি এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করার জন্য মাঠে ছিলেন।

তিনি আরও বলেন, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহা উৎসবে ন্যূনতম লোডশেডিং থাকবে না এবং কোনও যানজট থাকবে না। ঈদুল আজহার মতো যৌক্তিকভাবে একটি নির্বিঘ্ন যাত্রা হবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন সাথিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page