অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যমজ বোন পিংকি ও রিঙ্কি একসঙ্গে বিয়ে করেছেন অতুল নামের এক যুবককে। পরিবারের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাদের। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, একই ব্যক্তির সঙ্গে দুই বোনের বিয়ের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এই বিয়ে নিয়ে নেটিজেনদের একাংশ ট্রোল করতে ব্যস্ত, আবার অনেকেই অতুলকে ভাগ্যবান বলছেন।
কেউ লিখেছেন, ‘ছেলেটার ভাগ্যে হাসবো নাকি কাঁদবো জানি না।’ আবার কেউ বলেছেন দুই বোনের পারস্পরিক আস্থা ও ভালোবাসাকে স্যালুট।
জানা গেছে, বাবার মৃত্যুর পর অসহায় মা ও দুই বোনের পাশে দাঁড়িয়েছেন অতুল নামের এই যুবক। মায়ের অসুস্থতার সময় তাকে তার গাড়িতে বারবার হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে নানাভাবে অতুল দুই বোন পিঙ্কি ও রিঙ্কির প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল।
ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। অতুলের সদাচরণে তাকে মন দিয়ে বসেন যমজ দুই বোন। ছোটবেলা থেকেই পিঙ্কি আর রিঙ্কি একসঙ্গে বড় হয়েছে। বিয়ের পরও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা।
তবে দুজনেই যে একজনের প্রেমে পড়বেন তা কেউ কখনো ভাবেনি। কিন্তু যখন তারা জানতে পারে যে তাদের প্রেম একই, তারা দুইজনেই অতুলকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। যমজদের মা ও অতুলের পরিবার তাদের সিদ্ধান্তে রাজি হয়ে যায়। ফলে রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের।
তবে দুই বোন একই ব্যক্তিকে বিয়ে করলেও আইনের কবলে পড়ে যমজ বোনের প্রেম। হিন্দু বিবাহ আইন অনুসারে, একজন ব্যক্তি তার প্রথম স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয় বিয়ে করতে পারেন না।
তাই দুই বোনকে বিয়ে করায় অতুলের বিরুদ্ধে মামলা হয়েছে। ৪৯৪ ধারা অনুযায়ী অতুলের বিরুদ্ধে ওকলুজ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এমতাবস্থায় পিঙ্কি ও রিঙ্কির প্রেমের মানুষের স্বীকৃতি টিকে থাকবে নাকি বাতিল হবে, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।
অতুল মহারাষ্ট্রের সোলাপুর জেলার মালশিরাস তালুকের বাসিন্দা। মুম্বাইতে তার একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা রয়েছে। আর পিঙ্কি আর রিঙ্কি মুম্বাইয়ের বাসিন্দা। যমজ দুই বোনই বাণিজ্যিক শহরের আইটি কর্মী।
Leave a Reply