অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পহেলা বৈশাখকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ইলিশ মাছের অস্বাভাবিক দাম বাড়ার পর এখন কিছুটা কমেছে। বড় ইলিশের দাম কেজিতে প্রায় হাজার টাকা কমেছে। এরপরও ইলিশের এখন যে দাম, তাতে নিম্নআয়ের মানুষের পক্ষে পাতে তোলা দায়। কারণ, বাজারে এক কেজি সাইজের ইলিশের কেজি এখনো আড়াই হাজার টাকার ওপরে। ছোট ইলিশের দামও বেশ চড়া।
সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার চেয়ে কিছুটা বড় ইলিশের কেজি বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকা। একদিন আগে এই ইলিশের কেজি ৩ হাজার থেকে ৩ হাজার ৪০০ টাকা ছিল।
এর চেয়ে ছোট ৬০০ থেকে ৮০০ গ্রাম সাইজের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা, একদিন আগে যা ছিল ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা। ৩০০ থেকে ৫০০ গ্রামের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, একদিন আগে যা ছিল ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। এর চেয়ে ছোট ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা।