অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এবার বন্ধ হয়ে গেলো মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এ নিয়ে গত দুই মাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় একটি ব্যাংক ধসে পড়ল। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, ব্যাংকটি জব্দ করা হয়েছে এবং জে পি মরগ্যান ব্যাংকটি কিনে নেবে, সে বিষয়ে ঐকমত্য হয়েছে।
বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জে পি মরগ্যান ফার্স্ট রিপাবলিকের সবকিছু নিচ্ছে না। তারা ফার্স্ট রিপাবলিকের ১৭৩ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৩০০ কোটি ডলার ঋণ, ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের সিকিউরিটিজ ও ৯২ বিলিয়ন বা ৯ হাজার ২০০ কোটি ডলারের আমানত অধিগ্রহণ করছে। তবে ফার্স্ট রিপাবলিকের করপোরেট ঋণ ও কিছু স্টক অধিগ্রহণ করবে না তারা।
সর্বশেষ খবরে প্রকাশিত হওয়ার পর আজ প্রাক্-লেনদেনে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারদর ৩৬ শতাংশ কমেছে। সামগ্রিকভাবে এ বছর ফার্স্ট রিপাবলিকের শেয়ারের দাম কমেছে ৯৭ শতাংশ। অন্যদিকে জে পি মরগ্যানের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ।
২০০৮ সালের পর ফের ভয়াবহ ব্যাংকিং বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। পরপর বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রাহকরা। যদিও এহেন সংকটের মধ্যেও সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমেরিকার ব্যাংকিং সিস্টেম খুবই মজবুত। ব্যাংক ডিপোজিট সুরক্ষিত রাখতে আমরা সব পদক্ষেপ নিয়েছি। এমনকি দেশবাসীর উদ্দেশেও বার্তা দেন তিনি।
গত মার্চে তিন দিনের মধ্যে দুটি ব্যাংক বন্ধ হয়ে যায় যুক্তরাষ্ট্রে—সিলিকন ভ্যালি ব্যাংক ও সিগনেচার ব্যাংক। নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মধ্যম মানের ব্যাংকগুলো সংকটের মুখে পড়েছে। আগের দুটি ব্যাংকের পথ ধরে এবার ফার্স্ট রিপাবলিক ধসে গেল।
Leave a Reply