অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অধিকারপন্থি বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রে এবার ইসরায়েলপন্থি বিক্ষোভ সমাবেশ হচ্ছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পক্ষে সংহতি প্রকাশ এবং ইহুদি বিরোধিতার নিন্দা জানাতে মঙ্গলবার দেশটির ওয়াশিংটন ডিসিতে সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ওয়াশিংটনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি পার্কে কড়া নিরাপত্তার মধ্যে ‘ইসরায়েলের জন্য মিছিল’ নামের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা হাতে কংগ্রেসের সিনিয়র সদস্যরাও জড়ো হন।
আল-জাজিরা জানিয়েছে, রাজনৈতিক বিশ্লেষক ভ্যান জোনস গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানালে ওয়াশিংটন ডিসিতে ইসরাইলপন্থি সমাবেশের জোয়ার ওঠে। জোনস ইহুদিবিদ্বেষের নিন্দা জানানোর পাশাপাশি গাজায় ইসরায়েলের বোমা হামলা বন্ধের আহ্বান জানান। আর এতেই ইহুদিবাদীদের মধ্যে ক্ষোভের জন্ম নেয়। প্ল্যাকার্ড হাতে তারা হামাসের যুদ্ধবিরতির বিপক্ষে বিক্ষোভ করে। হামাসের হাতে বন্দি হওয়া অন্তত ২০০ জনকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় কোনও প্রকার যুদ্ধবিরতি না দেওয়ার দাবি জানান তারা।
যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আহ্বান ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভ হচ্ছে। ফলে এ যুদ্ধে ইসরায়েলিদের আরও সংযত হওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১১ হাজার ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ২৯ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
ইসরায়েল সরকারের মতে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ জন। যদিও আগে দেশটি নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন বলে দাবি করেছিল।