অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভিয়েনা-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোয় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ওমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে শনিবার মার্কিন-ইরান আলোচনার ফলাফল ইতিবাচক এবং এতে ভরসা করা যায়।
বার্লিন থেকে তাস এ খবর জানায়।
তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘ওমানে আজকের বৈঠকের ফলাফল সম্পর্কে ইরানি ও আমেরিকান উভয়ই আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলে বর্ণনা করেছেন। এতে ভরসা করা যায়।’
শনিবার, ইরানের পরমাণু কর্মসূচির আশেপাশের পরিস্থিতি সমাধানের লক্ষ্যে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে পরোক্ষ আলোচনার আয়োজন করেছে ওমান। আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন বিশেষ দূত স্টিভ উইটকফ।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল ওমানে পুনরায় আলোচনা হবে।