অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে কংগ্রেসের জাতীয় সভাপতি মলিকার্জুন খাড়গের বক্তব্য নিয়ে সংসদে তুমুল হট্টগোল হয়েছে।
আজ (মঙ্গলবার) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিজেপি এমপিরা কংগ্রেস নেতা খাড়গেকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়ে ব্যাপক হৈচৈ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেন, খাড়গে অশালীন ভাষা ব্যবহার করেছেন। আমি তার অশালীন বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি এ সময়ে মলিকার্জুন খাড়গেকে ক্ষমা চাওয়ার দাবি জানান।
একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এটা নকল কংগ্রেস। ভুয়ো কংগ্রেস। এটা সরদার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধীর কংগ্রেস নয়। একইসঙ্গে কংগ্রেস সভাপতি মলিকার্জুন খাড়গে এমপি বলেছেন, তিনি তার কথায় অনড় রয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারি না যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এতটা নিচেয় নেমে এমন আপত্তিকর মন্তব্য করতে পারেন! রাজনৈতিক দলের নেতা হিসেবে তার দায়িত্ব বোঝা উচিত। আমরা শত্রু নই, আমরা প্রতিদ্বন্দ্বী। এটা অস্বস্তিকর, দুর্ভাগ্যজনক এবং অপ্রয়োজনীয়।’
গত সোমবার রাজস্থানের আলওয়ারে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে বিজেপিকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, অনেক কংগ্রেস নেতা স্বাধীনতা আন্দোলনে, জীবন দিয়েছেন, দেশের ঐক্যের জন্য জীবন দিয়েছেন। এসব আমরা করেছি। আমরা জীবন দিয়েছি, আমাদের দলের নেতারা জীবন দিয়েছেন। কিন্তু আপনারা কী করেছেন? আপানদের বাড়ি থেকে দেশের জন্য একটি ‘কুকুর’ও মরেনি! কেউ কী আত্মত্যাগ করেছে? করেনি। কিন্তু তা সত্ত্বেও ওনারা দেশপ্রেমী! আর আমরা কিছু বললেই দেশদ্রোহী!’
শ্রী খাড়গে আজ বিজেপি নেতা-মন্ত্রীদের ক্ষমা চাওয়ার দাবিকে কটাক্ষ করে বিজেপি-আরএসএসকে নিশানা করে বলেন, ‘স্বাধীনতা আন্দোলনের সময়ে ক্ষমা প্রার্থনা করা লোকেরা স্বাধীনতার জন্য যারা লড়াই আন্দোলন করেছে, তাদেরকে বলছে আপনারা ক্ষমা চান! দ্বিতীয়ত, দেশের ঐক্য রক্ষার জন্য কংগ্রেস দল সব সময়ে দেশকে সংযুক্ত করার কথা বলে। এজন্য ইন্দিরা গান্ধী নিজের জীবন দিয়েছেন, রাজীব গান্ধী জীবন দিয়েছেন। কিন্তু আপনারা (বিজেপি-আরএসএস) দেশের ঐক্যের জন্য কী করেছেন? ওরা দেশকে বাঁচিয়েছেন, দেশকে ঐক্যবদ্ধ রেখেছেন, আপনারা কী করেছেন?’
কংগ্রেস সভাপতির মন্তব্য প্রসঙ্গে বিজেপি এমপি নিশিকান্ত দুবে বলেছেন, খাড়গে সাহেবের দল সবাইকে কুকুর বলে মনে করে। আমার নানা প্রায় ৫ বছর জেলে ছিলেন এবং কংগ্রেসে ছিলেন। আজ পর্যন্ত কংগ্রেস সবাইকে কুকুরই ভেবেছে বলেও তিনি মন্তব্য করেন।
Leave a Reply