ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : ” জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যত হোক আলোকিত ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন হয়। দিবসটি উপলক্ষে এসডিএফ মাগুরা জেলা কার্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার ১৬ এপ্রিল এসডিএফ মাগুরা জেলা কার্যালয় থেকে সকাল ১০ টায় র্যালি বের হয়ে স্টেডিয়ামের মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে র্যালি শেষে অফিস সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়াজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসডিএফ জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. নূর জাহান আশা, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মকর্তা (এমইএল এন্ড জিএ) অনুপ কুমার মন্ডল, ১নং আড়পাড়া ক্লাস্টার (এইচ এন্ড এন ফ্যাসিলিটেটর) রিতু বিশ্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ জেলা কর্মকর্তা ওমর ফারুক (অর্থ ও প্রশাসন), জেলা কর্মকর্তা রুবেল হোসেন (আইটি এন্ড এমআইএস) এসডিএফ মাগুরা জেলার সকল ক্লাস্টারের (এইচ এন্ড এন) ফ্যাসিলিটেটর এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যবৃন্দ। আলোচনায় অতিথিবৃন্দ বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন এবং গ্রাম সমিতির স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যদের উক্ত বিষয়ে গ্রাম পর্যায়ে আলোচনা করার পরামর্শদেন।