অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অনেক অনিয়মের অভিযোগ রয়েছে; এসব বিষয়ে সুরাহা করার জন্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল ঢাকায় আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
বলেন, তিনি (মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী) ঢাকায় আসবেন। আমরা যে কর্মী পাঠাই, এগুলোতে অনেক সময় উল্টো-পাল্টা কাজ হয়। উনি আসছেন এগুলো ঠিক করার জন্য। আমাদের বিশ্বাস যে উনি আসার পরে মানুষ পাঠানোর ক্ষেত্রে যে কার্টেল (মধ্যস্বত্বভোগী চক্র) আছে, সেগুলো দূর হবে।
এর ফলে বাংলাদেশ থেকে কর্মীরা হয়তো স্বল্প খরচেই মালয়েশিয়া যেতে পারবেন বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
Leave a Reply