অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন বলেছে, আমেরিকা তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানকে নিয়ে যে যৌথ সামরিক মহড়া চালায় তা কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টির মূল কারণ। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সোমবার বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া গত ছয় মাসের মধ্যে প্রথম সাবমেরিন-বিরোধী যৌথ নৌমহড়া শুরু করার পর চীন এ মন্তব্য করল। ওই তিন দেশ উত্তর কোরিয়ার কথিত ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিহত করার অজুহাতে এ মহড়া শুরু করেছে।
জাপান সাগরে অনুষ্ঠিত দু’দিনব্যাপী এ মহড়ার তীব্র নিন্দা জানিয়ে বেইজিং আরো বলেছে, সিউল, ওয়াশিংটন ও টোকিওকে সামরিক চাপ প্রয়োগ বন্ধ করে উত্তেজনা প্রশমন ও সংলাপের পরিবেশ তৈরি করার জন্য কাজ করতে হবে।
চীনা মুখপাত্র মাও আরো বলেন, চীন সব সময় কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করে। সেইসঙ্গে বেইজিং পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গঠন করার লক্ষ্যে সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বাসী। তিনি অবিলম্বে এ মহড়া বন্ধ করার পাশাপাশি পরবর্তীতে এ ধরনের মহড়ার পুনরাবৃত্তি রোধ করার আহ্বান জানান।
Leave a Reply