অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হয়েছিল। গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাগ্বিতণ্ডা চলার পর এমন পরিস্থিতি হয়। যৌথ সংবাদ সম্মেলন বাতিলের কথা জানানো হয় জেলেনস্কিকে।
গতকাল হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই নেতার মধ্যে নজিরবিহীন উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
আমেরিকার সূত্রগুলো জানিয়েছে, হোয়াইট হাউসে উত্তেজনাপূর্ণ বাগবিতণ্ডার পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পৃথক কক্ষে গিয়েছিলেন এবং ইউক্রেনীয়রা সংলাপ চালিয়ে যেতে চেয়েছিলেন। আমেরিকান নিউজ নেটওয়ার্ক সিএনএন জানিয়েছে, হোয়াইট হাউস ইউক্রেনীয় প্রতিনিধিদলকে বলেছে যে তাদের অবশ্যই হোয়াইট হাউস ত্যাগ করতে হবে। এর পর জেলেনস্কি ও তাঁর সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
তুরস্কের কারাবন্দি পিকেকে নেতা ওজালানের প্রস্তাবকে স্বাগত জানাল ইরান : তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র কারাবন্দি নেতা আব্দুল্লাহ ওজালান তার গোষ্ঠীর সদস্যদের অস্ত্র সমর্পণ এবং পিকেকে’র বিলুপ্তি ঘোষণা করার যে আহ্বান জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার এক প্রতিক্রিয়ায় বলেছেন, সহিংসতা পরিহার করার ক্ষেত্রে ওজালানের সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখতে পারে।
এর আগে বৃহস্পতিবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নেতা ওজালান তুর্কি কারাগার থেকে তার গোষ্ঠীর সদস্যদের উদ্দেশে দেয়া এক বার্তায় তাদেরকে অস্ত্র সমর্পণ করার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন,তুরস্কে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করে নিরাপত্তা শক্তিশালী করার যেকোনো পদক্ষেপের প্রতি তেহরানের সমর্থন রয়েছে। পিকেকে নেতার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গোটা অঞ্চলের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চীনা প্রেসিডেন্ট বললেন রাশিয়া ও চীনের উচিত কৌশলগত সহযোগিতা ক্রমশ উন্নত করা : তাস সংবাদ সংস্থা জানিয়েছে শুক্রবার বেইজিংয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সঙ্গে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে মস্কো এবং বেইজিংয়ের কৌশলগত এবং ব্যবহারিক সহযোগিতা ক্রমাগতভাবে আরো উন্নত করা উচিত। তিনি দুই দেশের নেতাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন এবং সুপ্রতিবেশীসুলভতা ব্যাপক কৌশলগত সহযোগিতা এবং পারস্পরিক সুবিধার নীতিগুলোকে সমর্থন করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন।
উত্তর কোরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক মহড়া : ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে,দক্ষিণ কোরিয়া এবং মার্কিন মেরিনরা শুক্রবার দক্ষিণ কোরিয়ার উত্তরাঞ্চলে যৌথ মহড়া শুরু করেছে,যা উভয় পক্ষের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কথিত প্রচেষ্টার অংশ। দক্ষিণ কোরিয়ার মেরিন কর্পস জানিয়েছে,উত্তর কোরিয়ার সীমান্তের কাছে পাজু এবং ডংডুচেওন শহরের প্রশিক্ষণ স্থলে ১০ দিনের এই মহড়া অনুষ্ঠিত হয়েছিল এবং সামুদ্রিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে উভয় দেশের বিশেষ গোয়েন্দা ইউনিটের প্রায় ৭০ জন মেরিন এতে অংশগ্রহণ করেছিলেন।
সুইজারল্যান্ডে ফিলিস্তিনি বিষয়ক বেসামরিক সম্মেলনের আয়োজন : সুইজারল্যান্ড জেনেভা কনভেনশন ১৯৬টি পক্ষকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক নাগরিকদের পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে একটি সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গৃহীত চতুর্থ জেনেভা কনভেনশনে সশস্ত্র সংঘাত এবং দখলদারিত্ব এলাকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক নিয়ম রয়েছে।