অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের খারকিভ অঞ্চলে ছয় মাস ধরে লুকিয়ে থাকার দাবি করা এক রুশ সেনাকে আটক করা হয়েছে। ইউক্রেনীয় পুলিশ তাকে আটকের কথা নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
খারকিভের আঞ্চলিক পুলিশ দফতর বলেছে, ৪২ বছর বয়সী রুশ সেনাকে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর সদস্যরা কুপিয়ানস্ক জেলায় টহলের সময় থামায়।
গত বছর সেপ্টেম্বরে খারকিভ রাশিয়ার কাছ থেকে মুক্ত করে ইউক্রেনের সেনাবাহিনী।
আটক রুশ সেনা পুলিশকে বলেছেন, রাশিয়ার পিছু হটার পর থেকে শহরের পরিত্যক্ত ভবনে অবস্থান করছিলেন তিনি।
সোমবার তাকে বেসামরিক পোশাক পরিহিত অবস্থায় পুলিশ থামায়। পরে পুলিশ জানতে পারে তিনি রাশিয়ার ২৭তম সেপারেট গার্ডস মটর রাইফেল ব্রিগেডের সদস্য এবং তিনি রাশিয়ার মস্কো অঞ্চলের বাসিন্দা।
খারকিভ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকতর তদন্তের জন্য আটক রুশ সেনাকে স্থানীয় একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।
কুপিয়ানস্কে একটি গুরুত্বপূর্ণ রেল জংশন রয়েছে। গত বছর যুদ্ধ শুরুর পর এখানে তুমুল লড়াই হয়েছে। মাত্র কয়েক দিনের মাথায় শহরটি দখল করে রুশ সেনারা এবং বেশ কয়েক মাস নিজেদের দখলে রাখে।