October 10, 2025, 8:21 pm
শিরোনামঃ
যুক্তরাজ্যের বাজারে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার ফরিদপুরে মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষে আহত ২০ জন গাজীপুরে প্রধান সড়কে উঠতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক শিশু শান্তি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সাতক্ষীরার সুদীপ্ত ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন : ট্রাম্প গাজা জিম্মি মুক্তি চুক্তিকে অনুমোদন দিয়েছে ইসরাইল মধ্য এশিয়ার পাঁচ দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান পুতিনের ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজার পরিস্থিতি ইসরায়েলের গণহত্যা ; জেনোসাইড স্কলারদের স্পষ্ট বিবৃতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, এবিষয়টি সাংগঠনিকভাবে একটি প্রস্তাবে উল্লেখ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় গণহত্যা বিষয়ক গবেষকদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স’। গণহত্যা বিষয়ক গবেষণার ক্ষেত্রে এটি বিশেষজ্ঞদের স্পষ্ট বিবৃতি যে, গাজার পরিস্থিতি গণহত্যা।

সোমবার (১ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এমন প্রস্তাবের বিষয়ে জানান সংগঠনটির সভাপতি।

গবেষক সংস্থার গ্রহণকৃত তিন পৃষ্ঠার প্রস্তাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, “গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সম্পর্কিত সমস্ত কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে, যার মধ্যে রয়েছে: সচেতন নাগরিকদের, শিশুসহ হত্যা ও আক্রমণ; ক্ষুধার্ত করা; মানবিক সহায়তা, পানি, জ্বালানি ও অন্যান্য জীবননির্ভর প্রয়োজনীয় সামগ্রীর অস্বীকৃতি; যৌন ও প্রজননজনিত সহিংসতা; এবং জনগণকে জোরপূর্বক স্থানান্তরিত করা।”

প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের ওপর হামাসের হামলা যা যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছে, তা আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হয়।

৫০০ সদস্য বিশিষ্ট সংগঠনটির মধ্যে যারা ভোট দিয়েছেন, তাদের ৮৬ শতাংশই প্রস্তাবের পক্ষে সমর্থন দেন। প্রস্তাবে ঘোষণা করা হয়েছে, “গাজায় ইসরায়েলের নীতি ও কার্যক্রম জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি বিষয়ক কনভেনশন (১৯৪৮)-এর দ্বিতীয় অনুচ্ছেদে বর্ণিত গণহত্যার আইনি সংজ্ঞার সঙ্গে মিল আছে।”

১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এই গণহত্যা বিষয়ক গবেষক সংস্থা ইতিহাস বা চলমান ঘটনাগুলির মধ্য থেকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে মোট ৯টি প্রস্তাব পাস করেছে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানায়নি। অতীতে ইসরায়েল জোর দিয়ে অস্বীকার করেছে যে, গাজায় তাদের কার্যক্রম গণহত্যার সমান এবং দাবি করেছে এটি আত্মরক্ষার বৈধ পদক্ষেপ। বর্তমানে দেশটি হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে দায়ের করা একটি মামলার মোকাবিলা করছে।

২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরায়েলের বিভিন্ন কমিউনিটিতে হামলা চালিয়ে ১২ ‘শ জনকে হত্যা এবং আড়াই শতাধিক মানুষকে আটক করার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।

এরপর থেকে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে ৬৩ হাজার মানুষ নিহত হয়েছে, এলাকার অধিকাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং প্রায় সব বাসিন্দা অন্তত একবার করে তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। জাতিসংঘ যে বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থার ওপর নির্ভর করে, তারা জানিয়েছে গাজার কিছু অংশ এখন মানুষের তৈরি দূর্ভিক্ষে ভুগছে—যা ইসরায়েলও অস্বীকার করছে।

এদিকে হামাস প্রস্তাবটি স্বাগত জানিয়েছে। হামাসের নিয়ন্ত্রিত গাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, “এই সম্মানজনক গবেষক সংস্থার অবস্থান আন্তর্জাতিক আদালতের সামনে উপস্থাপিত প্রমাণ ও তথ্যকে আরও শক্তিশালী করেছে।”

তিনি আরও বলেন, প্রস্তাবটি “আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর আইনি ও নৈতিক দায়িত্ব আরোপ করছে যাতে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অপরাধ বন্ধ করতে, নাগরিকদের সুরক্ষা দিতে এবং অবরোধকারী নেতাদের দায়িত্বে স্বচ্ছতা নিশ্চিত করে।”

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page