অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ ও ইসরাইলি পাশবিক হামলার শিকার গাজা উপত্যকার ফিলিস্তিনি শিশুদের জীবন রক্ষায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
তিনি এমন সময় এ আহ্বান জানালেন যখন অবরুদ্ধ ওই উপত্যকায় গত দেড় মাসের মার্কিন সমর্থিত ইসরাইলি হামলায় হাজার হাজার শিশু নিহত হয়েছে। গতকাল (সোমবার) বিশ্ব শিশু দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তার পোস্টে গাজার শিশুদের রক্ষা করার আহ্বান জানিয়ে বলা হয়, “জাতিসংঘ মহাসচিব [অ্যান্তোনিও গুতেরেস] যথার্থ বলেছেন যে, গাজা উপত্যকা শিশুদের জন্য কবরস্থানে পরিণত হয়েছে।”
ইসরাইলি বর্বরতায় প্রায় প্রতি দশ মিনিটে শহীদ হচ্ছে গাজার একটি শিশু
চলতি মাসের গোড়ার দিকে গুতেরেস বলেছিলেন, “গাজা উপত্যকা শিশুদের জন্য একটি কবরস্থানে পরিণত হয়েছে। প্রতিদিন সেখানে শত শত শিশু হতাহত হচ্ছে।” তিনি আরো বলেছিলেন, “গাজার বোসমরিক মানুষ, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা ও আশ্রয় শিবিরগুলোসহ জাতিসংঘের স্থাপনাগুলোতে ইসরাইলি সেনারা নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। কাজেই সেখানে এখন আর কেউ নিরাপদ নয়।”
আমির-আব্দুল্লাহিয়ানের এক্স পোস্টে আরো বলা হয়, “ইহুদিবাদী সেনাদের হামলায় ৫,৫০০ জনের বেশি ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। ফিলিস্তিনি শিশুদের রক্ষা করার জন্য আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে জরুরি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বিশ্ব শিশু দিবস এক বিশাল ও শোচনীয় বেদনায় রূপ নিয়েছে।”
এদিকে, গতকাল (সোমবার) ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার ইসরাইলি হামলায় ৩,০০০ স্কুল শিক্ষার্থীসহ ৫,৫০০ শিশু নিহত হয়েছে।