October 11, 2025, 8:02 am
শিরোনামঃ
যুক্তরাজ্যের বাজারে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার ফরিদপুরে মসজিদের চাবি না দেওয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষে আহত ২০ জন গাজীপুরে প্রধান সড়কে উঠতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক শিশু শান্তি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে সাতক্ষীরার সুদীপ্ত ওবামা কিছু না করেই নোবেল পেয়েছেন : ট্রাম্প গাজা জিম্মি মুক্তি চুক্তিকে অনুমোদন দিয়েছে ইসরাইল মধ্য এশিয়ার পাঁচ দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান পুতিনের ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভায়াগ্রা উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি হামলায় ৪০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড জুড়ে শনিবার দিনভর হামলা চালায় ইসরাইলি বাহিনী। এসব সামরিক অভিযানে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে জানান,

গাজা সিটির উত্তরে তিনটি আলাদা বিমান হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে।

তিনি আরো বলেন, খান ইউনিসের কাছে পাঁচটি বিমান হামলায় ১৩ জন নিহত হন। যার মধ্যে আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় শিবিরে হামলায় প্রাণ হারিয়েছেন আটজন। এছাড়াও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ড্রোন হামলায় আরো দু’জন নিহত হয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, উত্তর, মধ্য ও দক্ষিণ গাজায় ছয়টি পৃথক ঘটনায় ইসরাইলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ১৪ জন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, ওই এলাকায় কয়েক হাজার মানুষ ত্রাণের জন্য জড়ো হয়েছিল।

৪২ বছর বয়সী আবু সামির হামুদেহ বলেন, সুদানিয়ার উত্তর-পশ্চিমে জিকিম এলাকায় ইসরাইলি সামরিক চেকপোস্টের কাছে গুলির ঘটনা ঘটে। মানুষজন ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করছিল।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, ‘তাৎক্ষণিক হুমকি’ শনাক্তের পর ভীড় ছত্রভঙ্গ করতে সতর্কতামূলক গুলি ছোঁড়া হয়। তবে হতাহতের বিষয়ে তাদের জানা নেই।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, খান ইউনিসের কাছে ড্রোন হামলায় আরে একজন নিহত হয়েছেন। এছাড়াও মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী ক্যাম্পে কামানের গোলার আঘাতে এক ব্যক্তি নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক বসানোর অভিযোগে একটি ‘সন্ত্রাসী সেল’-এর সদস্যদের হত্যা করা হয়েছে বলেও দাবী করা হয়।

তারা আরো জানায়, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ১শ’টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।

বাসসাল জানান, রাফাহর উত্তরে শুক্রবার রাতের ইসরায়েলি বোমাবর্ষণের পর বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ১২টি মরদেহ উদ্ধার করে। পরে সেগুলো খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়। অভিযানটি জাতিসংঘ মানবিক বিষয়ক দফতরের (ওসিএইচএ) সমন্বয়ে পরিচালিত হয়েছে বলেও তথ্য দেন তিনি।

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং বিভিন্ন এলাকায় প্রবেশে অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও অন্যান্য পক্ষের তথ্য যাচাই করতে পারছে না।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরাইলে হামলা চালায়। এরপর থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে তেল আবিব।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলি অভিযানে এ পর্যন্ত ৫৯ হাজার ৭শ’ ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি জানায়, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলায় ১ হাজার ২শ ১৯ জন ইসরাইলি নিহত হন।

 

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page