বশির আল-মামুন চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় প্রবাস ফেরত দুই ছেলের হাতে নুরুল হক চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ঘোয়াল বাপের এলাকায় নিজ ঘরে এ ঘটনা ঘটে। তাকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে।
কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম জানান, পারিবারিক সম্পত্তির বিরোধের জেরে প্রবাস ফেরত দুই ছেলে নেজাম উদ্দিন (৩৩) ও মিজানুর রহমানের (২৫) হাতে বাবা নুরুল হক চৌধুরী নিজ ঘরে খুন হন। দুই ছেলে গত সপ্তাহে প্রবাস থেকে দেশে ফিরেছেন। দেশে আসার পর থেকে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। তাদের মধ্যে এ নিয়ে একাধিকবার ঝগড়াঝাটিও হয়। ঘটনার পর থেকে দুই ছেলে পলাতক।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, কর্ণফুলীতে এক ব্যক্তি খুন হয়েছে। শুনেছি, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতেই তাকে হতে খুন হয়েছে। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Leave a Reply