অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে পরিবার পরিকল্পনা সহকারী পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অপরাধে একজনকে আটক করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে তিনি আটক হন।
আটক নাজিম উদ্দিন মিরসরাইয়ের তারাকাটিয়া গ্রামের বাসিন্দা এবং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা ।
জালিয়াতির বিষয় প্রমাণ হয়ে যাওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসন নাজিম উদ্দিনকে কোতয়ালি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস জানান, চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে পরিবার পরিকল্পনা সহকারী পদে শনিবার (১৭ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে মৌখিক পরীক্ষায় হাতের লেখার মিল না থাকায় বোর্ড সদস্যদের সন্দেহ হয়। একইসঙ্গে লিখিত পরীক্ষার হাজিরা শিটের স্বাক্ষর ও মৌখিক পরীক্ষার সময় হাজিরা শিটে প্রদত্ত স্বাক্ষরও মিলেনি।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নাজিম উদ্দিন স্বীকার করেন, তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তার পরিবর্তে মিরসরাই বাজারের কাছে লিটন চন্দ্র দাসের মধ্যস্থতায় এক লাখ টাকার বিনিময়ে আরেক ব্যক্তি তার পরীক্ষা দেন। জালিয়াতির মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৭ ডিসেম্বর মৌখিক পরীক্ষা দিতে আসেন। পরে বিষয়টি সত্যতা মেলায় পরীক্ষায় প্রতারণার দায়ে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply