অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের জেরে মেয়ের দায়ের কোপে এক বাবার মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার পুঁটিবিলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান (৫১) পুঁটিবিলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত মেয়ে হুমাইরা (২১) আটক করা হয়েছে।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করা হয়েছে। মেয়ে বিবাহিত, তবে তিনি বাবার বাড়িতে বসবাস করতেন। এই ঘটনায় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply