April 6, 2025, 1:46 pm
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

চট্রগ্রামের সংবাদগুচ্ছ ; কর্ণফুলীতে কাল নির্বাচন ; ‘বুথে থাকছে না কোনো সিসি ক্যামেরা’

বশির আলমামুন, চট্টগ্রাম : কাল বুধবার বহুল প্রতিক্ষিত নির্বাচন। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বেশ জমেছিল নির্বাচনে প্রচার-প্রচারণা। উপজেলা নির্বাচনে প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়ায় উৎসাহিত ভোটাররা। এরই মধ্যে গতকাল (সোমবার) মধ্যরাতে নির্বাচনের প্রচারণার শেষ হয়েছে। উপজেলার বড়উঠান, শিকলবাহা, জুলধা, চরলক্ষ্যা ও চরপাথরঘাটা ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জের অলিগলিতে সর্বত্র ঝুলছে প্রার্থীদের পোস্টার। সেই সঙ্গে দিনরাত এক করে বাড়িবাড়ি গিয়ে ভোট চাইলেন প্রার্থীরা। ভোটারদের দলীয় পরিচরের পাশাপাশি সামনে তুলে আনছেন নিজেদের পরিচিত। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৫৭২ জন। উপজেলা গঠনের পর দ্বিতীয় বারের মত ২ নভেম্বর নির্বাচনে ৪৫টি কেন্দ্রের ৩২০টি বুথে ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। তবে বুথে থাকছে না কোনো সিসি ক্যামেরা।

বড়উঠান ইউনিয়নের তরুণ ভোটার মোহাম্মদ বেলাল বলেন, উপজেলা পরিষদের কার্যক্রম চালানোর জন্য দক্ষ ও মেধাবী লোকের প্রয়োজন। নতুন উপজেলার নতুন নতুন দপ্তরের প্রয়োজন। যাতে করে আমরা সবধরণে সেবা গুলো এক স্থান থেকেই পেতে পারি। এ গুলোর জন্য দক্ষ হিসেবে তরুণ প্রজন্মের ভোটার ও বৃদ্ধরা পুরাতনের উভর ভরসা রেখেছে। উপজেলার উন্নয়নের জন্য আমাদের ভোটটা মুক্তিযোদ্ধা স্বপক্ষে দিবো। আওয়ামী লীগের প্রার্থী ফারুক চৌধুরী বলেন, নির্বাচিত হওয়ার পর উপজেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। এখনও চলছে উন্নয়ন মূলক কর্মকান্ড। এসব অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে। সাধারণ ভোটার আমার পক্ষে আছে। নির্বাচিত হলে উপজেলাবাসীকে কাঙ্খিত উন্নয়নসহ নাগরিকদের সমস্যা সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবো।

উন্নত নাগরিক সুবিধাসম্পন্ন আধুনিক উপজেলা গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, সংসদে আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন শুধু সঠিক কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন করা। শেষদিন পর্যন্ত জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখে কর্ণফুলীকে আধুনিক শহর বানাতে সবার সহযোগিতা কামনা করছি।

নির্বাচনে চেয়ারম্যান পদে ২ প্রার্থী, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৬ প্রার্থী। তারা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী (নৌকা), বিদ্রেুাহী মোহাম্মদ আলী (আনারস), ভাইস চেয়ারম্যান পদে জুলধা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যাংকার আমির আহমদ (চশমা), যুবলীগের সহ সভাপতি মো. মহিউদ্দিন মুরাদ (উড়োজাহাজ), মো. আবদুল হালিম (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান শিকলবাহার সাবেক চেয়ারম্যান আবুল কালাম বকুলের কন্যা ডাক্তার ফারহানা মমতাজ (ফুটবল), মোমেনা আক্তার (কলস), বানাজা বেগম (হাঁস) এবং রানু আকতার (বৈদ্যুতিক পাখা) মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ‘এ পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচনে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সর্বদা মাঠে রয়েছে। এদিকে প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্খন না করতে পারেন, সেদিকে নজরদারী রাখছে প্রশাসন। এমনটায় জানিয়েছেন নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী।

চট্টগ্রামে আয়কর তথ্যসেবা মাস শুরু

বশির আলমামুন, চট্টগ্রাম : বর্ণিল আয়োজনে সারাদেশের মতো চট্টগ্রামেও শুরু হয়েছে আয়কর তথ্য-সেবা মাস। আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার কর অঞ্চলগুলোর কার্যালয়ে এ উপলক্ষে বসেছে কর কর্মকর্তা ও করদাতাদের প্রাণের মেলা। আয়কর রিটার্ন ফরম, চালান ও সিটিজেন চার্টার সংগ্রহে ভিড় করছেন আয়কর দাতারা। নির্দিষ্ট স্টলে নবীন করদাতাদের নানা কৌতূহল, প্রশ্ন, দ্বিধা দূর করছেন কর কর্মকর্তা ও কর আইনজীবীরা।  মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর তথ্য-সেবা মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কর আপিল কমিশনার সফিনা জাহান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. ইকবাল বাহার, কর অঞ্চল-২ এর কমিশনার সামিয়া আখতার, কর অঞ্চল-৩ এর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার ও কর অঞ্চল-৪ এর কমিশনার ছাবিনা ইয়াসমিন।

মাসব্যাপী এ আয়োজনে চট্টগ্রাম আয়কর বিভাগের ৪টি জোনের আয়কর রিটার্ন গ্রহণ, প্রাপ্তি স্বীকার প্রদান, রিটার্ন ও চালান ফরম সরবরাহসহ আয়কর এবং রিটার্ন সংক্রান্ত তথ্য ও পরামর্শ দেওয়া হবে।

 

রূপালী ব্যাংকের ৫৮০ কোটি টাকা গিলে খেল নুরজাহান গ্রুপ: ঋণ পরিশোধ না করতে প্রতিষ্টান দেউলিয় ঘোষনা

বশির আলমামুন, চট্টগ্রাম: নগরীর সাগরিকায় অবস্থিত চট্টগ্রামের অন্যতম শিল্প প্রতিষ্টান নুরজাহান গ্রুপকে ৫৮০ কোটি টাকা ঋণ পরিশোদের নির্দেশ দিয়েছে আদালত। গ্রুপের ছয় পরিচালককের বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে রূপালী ব্যাংকের দায়ের করা তিনটি মামলায় (৩১ অক্টোবর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জজ মুজাহিদুর রহমান আগামী ৬০ দিনের মধ্যে এ ঋণ পরিশোধের নির্দেশ দেন। মঙ্গলবার অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খেলাপি ঋণ আদায়ে ২০১৬ সালে নুরজাহান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জাসমির ভেজিটেবল অয়েল, মারবিন ভেজিটেবল অয়েল এবং মেসার্স নুরজাহান সুপার অয়েল লিমিটেডের ছয় পরিচালকের বিরুদ্ধে তিনটি মামলা করে রূপালী ব্যাংক। এসব প্রতিষ্ঠানের ছয় পরিচালক জহির আহমেদ রতন, টিপু সুলতান, জসিম উদ্দিন, ইফতার আল জাবের, তাসমিন মনোয়ার ও ফরহাদ মনোয়ারকে আসামি করা হয়। তিন মামলায় সোমবার আদালত এ রায় প্রদান করেন।

আদালত সূত্র জানান, অপরিশোধিত ভোজ্য তেল আমদানি করার জন্য ২০১১ সালে রূপালী ব্যাংক নুরজাহান গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠানকে ঋণ দিয়েছিল। বেশ কয়েকবার পুনঃতফশিল সুবিধা দেওয়ার পরও নুরজাহান গ্রুপ বিপুল পরিমাণ খেলাপি ঋণ পরিশোধ করেনি। এরপর তিনটি মামলায় আদালত ঋণ পরিশোধের এ নির্দেশ দেন।

রেজাউল করিম আরও জানান, নুরজাহান গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান জাসমির ভেজিটেবল অয়েল লিমিটেডের চেয়ারম্যান টিপু সুলতান বর্তমানে সাউথইস্ট ব্যাংকের ২৬৮ কোটি টাকা আদায়ে দায়ের করা মামলায় চট্টগ্রাম কারাগারে সাজা ভোগ করছেন। তার বিরুদ্ধে ঋণ খেলাপ এবং চেক প্রতারণার অভিযোগে ২১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গত ২৯ সেপ্টেম্বর টিপু সুলতানকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

 

হালদা নদী থেকে হাজার মিটার জাল নৌকা জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি : প্রাকৃতিক মৎস ভান্ডার হালদা নদীতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৫ হাজার মিটার জাল ও নৌকা জব্দ করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাত ৯টা থেকে ১টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯টি ঘেরাজাল জব্দ করা হয়। যার পরিমাণ প্রায় ৫ হাজার মিটার। এছাড়া একটি জাল বসানোর নৌকা জব্দ করা হয়। গড়দুয়ারার ইউপি সদস্য ইস্কান্দারের কাছে ১টি জাল ও ১টি নৌকা, ছিপাতলী ইউপি সদস্য বেলাল আহমেদের কাছে ৭টি জাল ও নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যানের কাছে ১টি জাল রয়েছে। অভিযানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা সহযোগিতা করেন। এ ছাড়া আইডিএফ মৎস্য কর্মকর্তা রাব্বানী ও স্বেচ্ছাসেবকরা অভিযানে অংশ নেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরাজাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। হালদা নদীর মা-মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

চট্টগ্রামে থামছেনা পাহাড় কাটা ; ইউপি মেম্বারকে লাখ টাকা জরিমানা

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরী সহ জেলার বিভিন্ন স্থানে থামছেনা পাহাড় কাটা। পাহাড় খেকোরা নির্বিচারে পাহাড় কেটে মাটি পাচার করছে অন্যত্র। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরা দাপটের সাথে পাহাড় কেটে চলেছে। অভিযান চালিয়ে জেল জরিমানা করা হলেও কোন মতেই পাহাড় খেকো সিন্ডিকেটদের থামানো যাচ্ছেনা। চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কাটার দায়ে শের আলী নামে সাবেক এক ইউপি সদস্যকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। সোমবার (৩১ অক্টোবর) রাতে পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়ার ভিলেজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।

তিনি বলেন, পাহাড় কাটার খবর পেয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুঁইছড়ি ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাহাড়কাটার সঙ্গে সাবেক ইউপি সদস্য শের আলীর সংশ্লিতা পাওয়ায় তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া পাশের একটি ছড়া থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়।

 

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ১৯২৫ রোগী চিকিৎসাধীন

বশির আলমামুন, চট্টগ্রাম : চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম মুন্না (১৭)। সোমবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুন্নার বাড়ি নগরীর হালিশহর থানাধীন আনন্দবাজার টিটি কলোনিতে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৫ জনের মৃত্যু হলো। গেল অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৯২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ২৬ এবং সরকারি হাসপাতালে ৩৮ জন চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রামে এ পর্যন্ত ১৫ জন মারা গেছেন। চলতি বছর মোট দুই হাজার ৭৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

চট্টগ্রামে জনের করোনা শনাক্ত

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু সনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩.৮৪ শতাংশ। তবে একই সময়ের মধ্যে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। এর আগে গতকাল সোমবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে ৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার (১ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৫টি ল্যাবে ৫২টি নমুনা পরীক্ষা করে ২ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে । আক্রান্তদের মধ্যে ২ জন বোয়ালখারী ও রাউজান উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৬৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৪ হাজার ৩৯৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করুনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page