অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তরে দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে নিজ ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ের শরীর। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার সুজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর মা ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে পরিস্থিতির অবনতি হলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয় তাদের। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মিলি আক্তার (২০) আট মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী প্রবাসে থাকে। অতীতে এলাকার এক যুবক মিলি আক্তারকে বিয়ের চেষ্টা করে ব্যর্থ হয়। এর মধ্যে বাপের বাড়িতে বেড়াতে এলে রোববার রাতে দুর্ঘটনার শিকার হন মিলি ও তার মা রাশেদা আক্তার (৫৫)। বর্তমানে মিলির অবস্থা আশঙ্কাজনক।
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, অ্যাসিডে মেয়ে মিলি আক্তারের মুখ, বুক, পিঠ ও ডান হাত এবং মা রাশেদা আক্তারের বাম হাত ও উরু ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দ্রুত ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, অ্যাসিড নিক্ষেপের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত যুবক মিলি আক্তারের বিয়ের আগে তাকে উত্যক্ত করত। তাই সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।