অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের শান্তি পরিকল্পনা ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকের পর পুতিন এ মন্তব্য করেন।
পুতিন বলেন, এ বিষয়টি তখনই এগিয়ে নিয়ে যাওয়া যাবে, যখন পশ্চিমা বিশ্ব এবং কিয়েভ বিষয়টিকে স্বাগত জানাবে।
যুক্তরাজ্য যদি ইউক্রেনকে তেজস্ক্রিয় ইউরেনিয়ামসহ গোলাবারুদ পাঠায়, তাহলে রাশিয়া প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে বলে জানান রুশ প্রেসিডেন্ট।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, রাশিয়া তার দেশের মহান প্রতিবেশি শক্তি এবং কৌশলগত অংশিদার।
গত মাসে প্রকাশিত চীনের ১২ দফা পরিকল্পনায় রাশিয়াকে ইউক্রেন ছাড়ার বিষয়টি নেই। যদিও ইউক্রেন যেকোনো আলোচনা শুরুর আগে রাশিয়াকে তার ভূখণ্ড ছাড়ার ওপর জোড় দিয়েছে।
Leave a Reply