বশির আল–মামুন, চট্টগ্রাম : জনসভার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণই বিএনপিকে বিতাড়িত করবে। ‘১০ ডিসেম্বর ঢাকা শহরে সমাবেশ করবে বিএনপি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপিকে সভা-সমাবেশ করতে সহযোগিতা করেছে।’ শুক্রবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা করে সন্ত্রাসীরা আমাদের নেতা-কর্মীদের হত্যা করেছে। আওয়ামী লীগের সভা-সমাবেশে তারা বারবার হামলা করলেও আমাদের শাসনামলে তাদের সমাবেশ করতে সহযোগিতা করেছি। তারা জনসভা থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। অথচ আমাদের নেতাকর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছি।’ সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি আবদুল করিম ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আজ শুক্রবার (১৮ নভেম্বর) ৫৬ পেরিয়ে ৫৭ বছরে পদার্পণ করেছে। দেশের সর্ববৃহৎ এ বিশ্ববিদ্যালয়ের পূর্ণ হয়েছে ৫৬ বছর।
উল্লেখ্য চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দুরে হাটহাজারীর জোবরা গ্রামে পাহাড়ের কোলে ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্টিত হয় দেশের দ্বিতীয় বৃহৎ শিক্ষা প্রতিষ্টান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শুক্রবার (১৮ নভেম্বর) ৫৬ পেরিয়ে ৫৭ বছরে পদার্পণ করেছে। এটি শাটলের ক্যাম্পাস হিসেবেও পরিচিত চবি। ১৯৮০ সালে চালু হওয়া শাটল ট্রেন এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান পরিবহন। বর্তমানে বিশে^র একমাত্র শাটল ট্রেনের ক্যাম্পাসও এটি। চারটি বিভাগ, ৭ জন শিক্ষক ও ২০০ শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৯টি অনুষদে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট, ৯২০ জন শিক্ষক ও প্রায় ২৮ হাজার শিক্ষার্থী আছেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য আছে ১৪টি আবাসিক হল ও ছাত্রাবাস রয়েছে।
দেশের অন্যতম এ বিদ্যাপীঠ জন্ম দিয়েছে অনেক গুণীজনের। বরেণ্য মনীষীদের পদচারণায় মুখরিত হয়েছে এ ক্যাম্পাস। উপমহাদেশের খ্যাতিমান ভৌতবিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক আবুল ফজল, আলাউদ্দিন আল আজাদ, সৈয়দ আলী আহসান, মুর্তজা বশীর, ঢালী আল মামুন, সাবেক ইউজিসি চেয়ারম্যান ড. আব্দুল মান্নানসহ বহু কীর্তিমান মনীষী জ্ঞানের আলো ছড়িয়েছেন এ বিশ্ববিদ্যালয়ে।বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নিজ নিজ ক্ষেত্রে রেখেছেন প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পিছিয়ে নেই শিক্ষার্থীরাও। তারা নানা কিছু আবিস্কার করে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।
এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, সিটি করপোরেশন মেয়র, মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ১১ জন সচিব ও ৩০ জন অতিরিক্ত সচিব পদসহ বিভিন্ন ক্ষেত্রে চবি শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেছেন। বর্তমান সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও চবির সাবেক শিক্ষার্থী। দেশের ক্রান্তিকালেও এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে অগ্রণী ভূমিকা। ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ। শুধুমাত্র মুক্তিযুদ্ধেই শহীদ হয়েছিলেন চবির ১৫ জন।
দেশের অন্যতম এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক ড. আজিজুর রহমান মল্লিক। বর্তমানে ১৮তম ও প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. শিরীণ আখতার। প্রতিষ্ঠা বার্ষিকীতে এবারও রাখা হয়েছে দিনব্যাপী ছিল জমকালো আয়োজন। আলোচনা সভার আগে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
Leave a Reply