January 31, 2026, 12:32 pm
শিরোনামঃ
ফিটনেস সনদ ছাড়া যাওয়া যাবে না হজে ; স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ সুনামগঞ্জের গ্যাস ট্রাজেডি ; নাইকোর কাছ থেকে ৫১২ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করে বাংলাদেশের পোশাকের বাজার দখল করতে চায় ভারত চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর ইস্যুতে শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা নির্বাচনে সারা দেশে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি ; ব্যবহৃত হবে না কোনো মারণাস্ত্র বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা
এইমাত্রপাওয়াঃ

জাতিসংঘের খাদ্য নিরাপত্তা সংস্থার প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরাইল বলেছে ‘গাজায় দুর্ভিক্ষ নেই’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘ সমর্থিত নিরাপত্তা মূল্যায়ন বিষয়ক সংস্থা আইপিসি’র প্রতিবেদন প্রত্যাখ্যান করে ইসরাইল শুক্রবার বলেছে, ‘গাজায় কোনও দুর্ভিক্ষ নেই এবং প্রতিবেদনটি হামাসের মিথ্যাচারের ভিত্তিতে তৈরি করা হয়েছে।’

জেরুজালেম থেকে এএফপি জানায়, ‘দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন (আইপিসি)- এর এক প্রতিবেদনে গাজা উপত্যকার প্রায় ২০ শতাংশ এলাকা জুড়ে বিস্তৃত গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ চলছে বলে দাবি করা হয়।

এ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘গাজায় কোনও দুর্ভিক্ষ নেই। আইপিসি প্যানেলের প্রতিবেদন হামাসের মিথ্যাচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘সম্প্রতি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা এসেছে। সুতরাং (আপিসি’র) এই মূল্যায়নও রাজনৈতিক নথির ঘৃণ্য আবর্জনার ঝুড়িতে নিক্ষেপ করা হবে।’

ফিলিস্তিন অঞ্চলে নাগরিক বিষয়াবলি তদারকি করা ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শাখা ‘কোগ্যাট’ প্রতিবেদনটির তীব্র বিরোধিতা করেছে।

সংস্থাটি জানায়, কোগ্যাট দৃঢ়ভাবে গাজার উপত্যকা, বিশেষ করে গাজা সিটিতে দুর্ভিক্ষের দাবিকে প্রত্যাখ্যান করেছে। আইপিসির পূর্ববর্তী প্রতিবেদন ও মূল্যায়নগুলো বারবার ভুল প্রমাণিত হয়েছে এবং বাস্তবতার সাথে মিলছে না।

কোগ্যাট আরও বলেছে, আইপিসি প্যানেলের প্রতিবেদন সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার মানবিক পরিস্থিতি ‘স্থিতিশীল করার’ প্রচেষ্টাকে উপেক্ষা করেছে। প্রতিবেদন প্রণেতারা ‘আংশিক তথ্য’ ব্যবহার করেছেন এবং তাদের (ইসরাইলের) সরবরাহকৃত তথ্যকে উপেক্ষা করেছেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page