অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার পরিষদ বা ইউএনএইচআরসি’তে সম্প্রতি ইরানবিরোধী যে প্রস্তাব পাস হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া।
দামেস্ক বলেছে, এই প্রস্তাব প্রমাণ করছে, পশ্চিমা দেশগুলো তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আন্তর্জাতিক সংস্থা ও ব্যবস্থাগুলোর অপব্যবহার করছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সোমবার তার ইরানি সমকক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে দামেস্কের এ অবস্থান তুলে ধরেন।তিনি বলেন, এ ধরনের স্বেচ্ছাচারী আচরণ প্রমাণ করে পশ্চিমা দেশগুলো বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর ওপর তাদের অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়।
সম্প্রতি জেনেভায় ইউএনএইচআরসি’র সদর দপ্তরে জার্মানি ও আইসল্যান্ডের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে একটি প্রস্তাব পাস করা হয়। প্রস্তাবে দাবি করা হয়, ইরানে বিদেশিদের উস্কানিতে সাম্প্রতিক সহিংসতা ও গোলযোগ দমনের ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে ইরানের আইন-শৃঙ্খলা বাহিনী। প্রস্তাবে কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে একটি আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করার কথা বলা হয়।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু দেশের ওপর অস্বাভাবিক চাপ প্রয়োগ করে প্রস্তাবটি পাস করিয়ে নিয়েছে পশ্চিমারা। তিনি বলেন, প্রতিটি দেশের কৃষ্টি-কালচার, ইতিহাস ও ঐতিহ্য অনুযায়ী সেদেশের সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।পশ্চিমা জগতে বাস করে এসব পরিস্থিতি উপলব্ধি করা বা এ ব্যাপারে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব নয়। সার্বিকভাবে এ প্রস্তাবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে বলে ফয়সাল মিকদাদ মন্তব্য করেন।।
এর আগে ওই প্রস্তাব উত্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার দিনের শুরুতে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। রাষ্ট্রদূতকে জানিয়ে দেয়া হয়, কথিত ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটিকে সহযোগিতা করবে না তেহরান।
Leave a Reply