অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্র বুধবার ঘোষণা করেছে, তারা জার্মানির মতো ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করবে। কিয়েভ দীর্ঘ দিন থেকে এসব ট্যাংকের জন্য অনুরোধ করে আসছে। এসব ট্যাংকের সাহায্যে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন প্রতিহত করবে বলে আশা করছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি গত কয়েক মাস ধরে ভারী ট্যাঙ্কের জন্য পশ্চিমাদের প্রতি অনুরোধ জানিয়ে আসছিল। একইসঙ্গে দ’ুটি দেশের ট্যাংক পাঠানেরা ঘোষণাকে স্বাগত জানিয়ে জেলেনস্কি তাদেরকে দ্রুত সরবরাহের করার আহ্বান জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্যাংক সরবরাহের ঘোষণা দিয়ে তার মন্তব্যে বলেছেন, এম ১ আব্রামসের পাঠানোর লক্ষ্য হচ্ছে ‘ইউক্রেনকে ও ইউক্রেনের ভূখন্ড রক্ষা করতে সহায়তা করা। এটি রাশিয়ার জন্য কোন আক্রমণাত্মক হুমকি নয়,’ যদিও প্রতিরক্ষা কর্মকর্তারা বারবার ট্যাঙ্কগুলোকে হাতে ব্যবহারের উপযুক্ত নয় বলে উল্লেখ করেন।
জার্মানি ট্যাংক পাঠাতে সম্মত হওয়ার কয়েক ঘন্টা পর ওয়াশিংটনের প্রতিশ্রুতি এসেছে। ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে লিওপার্ড-২ ট্যাঙ্কের জন্য দীর্ঘ দিন অনুরোধ জানানোর পর ওয়াশিংটন এতে অনুমোদন দেয়।
জার্মান ট্যাঙ্কের আব্রামসগুলো বিদ্যমান স্টক থেকে সরাসরি নেওয়ার পরিবর্তে ইউক্রেনের সহায়তা তহবিল দিয়ে সংগ্রহ করা হবে। এর মানে হচ্ছে এসব ট্যাংক কয়েক মাসের মধ্যে যুদ্ধক্ষেত্রে আসছে না।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, পেন্টাগনের মতে যুক্তরাষ্ট্রের তালিকায় অতিরিক্ত আব্রামস ট্যাঙ্ক নেই।
অন্যান্য সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে সেগুলো নতুন কেনা বা অন্য দেশ থেকে এনে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এক মার্কিন কর্মকর্তা এএফপি’কে বলেছেন, ট্যাঙ্কগুলোর সরবরাহ কীভাবে আসবে তা এখনও নির্ধারণ করা হয়নি।’
Leave a Reply