অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে হামলা চালিয়ে এক কিশোরসহ চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। গত সপ্তাহেও দখলদার সেনারা এই শহরে তিন ফিলিস্তিনিকে নির্মমভাবে শহীদ করেছিল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) বর্বর ইসরাইলি সেনারা জেনিনের শহরতলিতে হানা দিয়ে নির্বিচারে গুলি চালায়। এতে আরো ২০ জন আহত হয় যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
অতীতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল বিরোধী সশস্ত্র প্রতিরোধ আন্দোলনগুলো সীমাবদ্ধ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম তীরেও সশস্ত্র প্রতিরোধ আন্দোলন দানা বাধতে শুরু করেছে। দখলদার সেনারা এসব আন্দোলন দমন করার লক্ষ্যে গত বছর থেকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকা বিশেষ করে জেনিন শহরে হামলা জোরদার করেছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবারের হামলায় নিহতরা হলেন ইউসেফ শ্রিম (২৯), নিদাল খাজিম (২৮) এবং ওমর আওয়াদিন (১৬)। নিহত অপর ফিলিস্তিনির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এই নিয়ে চলতি বছরের বিগত মাত্র আড়াই মাসে ইসরাইলি সেনাদের হামলায় ৮৩ ফিলিস্তিনি শহীদ হলেন।গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জেনিন শহরে ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার উপযুক্ত জবাব দেয়া হবে।
Leave a Reply