অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠির নলছিটিতে অটোরিকশার সঙ্গে মাহেন্দ্রা গাড়ির (থ্রি হুইলার) সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুজন।
শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে নলছিটি উপজেলার পশ্চিম দপদপিয়ার বকুলতলা এলাকায় বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) এবং একই উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম (৫০)।
আহতরা হলেন মাহেন্দ্র গাড়ির যাত্রী মো. বাদল (৪৫) এবং মো. ফাহিম (১৩)। তারা বর্তমানে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন। দুইজনই বাকেরগঞ্জ উপজেলার ফলাঘর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থেকে বরিশালগামী একটি মাহেন্দ্র গাড়ি যাত্রীবাহী একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা অটোরিকশার ওপর উঠিয়ে দেয়। এতে মাহেন্দ্র গাড়ি ছিটকে পড়ে দুই যাত্রী। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর দুই যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মাহেন্দ্র গাড়ির চালক পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত মাহেন্দ্র গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।