স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
২৪ জুলাই দুপুরে মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারপরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এমইডিপি) এর আওতায় ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় যারা উচ্চ নম্বর নিয়ে সাফল্যের সাথে পাশ করেছে তাদের মধ্যে ৩৮ জন শিক্ষার্থী ও অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবকের হাতে পুরষ্কার ও সাটিফিকেট তুলে দেওয়া হয়।
উক্ত পুরষ্কার অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদ্মপুকুর সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, মহেশপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার, সাংবাদিক সরোয়ার হোসেন ও পুরষ্কারপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ ও শামীমা মেহজাবিন।
এছাড়াও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফি উদ্দিন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম ।