স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের কালীগঞ্জ থানার একটি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে মহেশপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মিন্টুকে (৬০) আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
গত ৮ মে বৃহস্পতিবার গভীর রাতে বোয়ালিয়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। শুক্রবার সকালে আটককৃত আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মিন্টুকে আদালতে প্রেরণ করা হয়।
মহেশপুর থানার সেকেন্ট অফিসার আসাদুজ্জামান আসাদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ী থেকে মহেশপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মিন্টুকে কালিগঞ্জ থানার একটি ভাংচুর মামলার তাকে আটক করা হয়। অতচ ঐ ভাংচুর মামলায় সে কোনক্রমেই জড়িত নন এবং ঐদিন সে কালীগঞ্জে যাননি।