স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের বেলেমাঠ বাজারে নতুন ড্রাগন ফলের পাইকারী বাজার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মহেশপুর উপজেলার বিস্তির্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে ড্রাগন ফলের। কয়েক বছরের ব্যবধানে চাষ বেড়েছে কয়েকগুন। উৎপাদিত ড্রাগন ফল বিক্রি নিয়ে দুশ্চিতাায় পড়তে হচ্ছে এলাকার কৃষকদের। কৃষকদের দুশ্চিতায় দুর করতেই উপজেলার বেলেমাঠ (বামনগাছী) বাজারে নতুন ড্রাগন ফলের পাইকারী বাজার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ২২ এপ্রিল সোমবার বিকালে উপজেলার বেলেমাঠ (বামনগাছী) কাঁচাবাজারে এলাকার ড্রাগন চাষি ব্যাবসায়ী আড়ৎদার ও সুধীজনদের নিয়ে এক আলোচনার সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সকলে একত্রিত হয়ে ড্রাগন ফলের বাজার বসাতে একমত পোষন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জাকির হোসেন, আক্তারুজ্জামন, গোলাম মোস্তফা, মোস্তফা কিরম, আলা আমীন, তরিকুল ইসলাম, ইমরান, ফরোজ আমম্মেদ, সাংবাদিক সেলিম হোসেন, আজাদ বিশ্বাস ও হাসান আলী।
আলোচনা সভায় মহেশপুর ও চৌগাছা উজেলার ড্রাগন চাষি, ব্যাবসায়ী ও আড়তদারা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
Leave a Reply