স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোসাম্মৎ উম্মে সালমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খান, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক স্বপন, এসবিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফার হাসান চৌধুরী লুথান, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মৃধা, সাংবাদিক সরোয়ার হোসেন।
সভায় নভেম্বর মাসের আইন-শৃঙ্খলা কমিটির রেজুলেশন পাঠপূর্বক ডিসেম্বর মাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা তার বক্তব্যে মহেশপুর উপজেলার আইন-শৃঙ্খলার উন্নয়নে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মরিনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিত তুলে ধরে তার বিস্তারিত ব্যখ্যা করেন।
সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply