স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী সকালে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, বাশবাড়ীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খান, মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, মহেশপুর থানার সেকেন্ড অফিসার আসাদ, বিজিবি প্রতিনিধি, সাংবাদিক আব্দুস সেলিম ও সাংবাদিক সরোয়ার হোসেন।
সভায় ডিসেম্বর মাসের আইন-শৃঙ্খলা কমিটির রেজুলেশন পাঠপূর্বক জানুয়ারী মাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নামকতা, চোনরাচালান, নারী ও শিশু পাচার, মানব পাচার বিষয়ে আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সীমান্তাঞ্চলের দোকানপাট রাত ৯টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
মহেশপুর শহরের শৃঙ্খলা বজায় রাখতে দু’জন ব্যাক্তিকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগসহ স্কুল শিক্ষার্থীদের মটরসাইকেল নিয়ে স্ব-স্ব স্কুলে আসার উপর বিধিনিষেধ আরোপ করা হয় এবং মটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মরিনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিত তুলে ধরে সার্বিক বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।
সভায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহারিয়ার আকাশ, মহিলা বিষয়ক অফিসার মোসাম্মৎ উম্মে সালমা আক্তার, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক স্বপন, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মৃধা, কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবীসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
একই সাথে সন্ত্রাস নাশকতা, চোরাচাল প্রতিরোধ, নারী ও শিশু পাচার, মানব পাচার, যৌতুক বিরোধী, ফরমালিন নিয়ন্ত্রন, খাদ্যে রাসায়নিক দ্রব্য ভেজাল মিশ্রন, আইসিটি ও ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার বিকাশচন্দ্র দে এর সঞ্চালনায় ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় আগামী ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী প্রত্যেক বাড়ি-বাড়ি যেয়ে ভোটর তালিকা হালনাগাদ করা হবে। যাদের জন্ম ১ জানুয়ারী/২০০৮ অথবা তার আগে হয়েছে তারা জন্মনিবন্ধন কার্ড দেখিয়ে নতুন ভোটার হতে পারবেন।
Leave a Reply