স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদের সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, হাসিনা খাতুন হেনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেরুননেছা, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার মনোরঞ্জন মজুমদার।
এর পুর্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বনাঢ্য র্যালী বের হয়।
Leave a Reply