স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদে এপ্রিল মাসের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন- মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা,, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, পান্তাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক স্বপন, স্বরুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক, কাজীরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ানবী, বাশবাড়ীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার. মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান, আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার খান, মহেশপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সীমান্তবাণী পত্রিকার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, ও এনজিও প্রতিনিধি।
সভায় মার্চ মাসের আইন-শৃঙ্খলা কমিটির রেজুলেশন পাঠপূর্বক মার্চ মাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় মহেশপুর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের শান্তি মিয়ার ছেলে হৃদয় ও শ্যামকুড় গ্রামের মাহবুলের ছেলে আবু শামার মাটি ব্যবসার ফলে ও জিন্নাহনগরের নিকটের বদর ইট ভাটার গাড়ির চাকার মাটি ও বালি পিচ রাস্তার উপর জমে যাওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে মটর সাইকেল দুর্ঘটনার আশংকা করে তাদেরকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সদ্য সমাপ্ত রোজার মাসে ও ঈদের সময় মহেশপুর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে মহেশপুর থানার পুলিশ যেভাবে তাদের দায়িত্ব পালন করেছেন সেজন্য সভার পক্ষ থেকে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ধন্যবাদ জানানো হয়।
সভায় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি ) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা মহেশপুর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মরিনা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিত তুলে ধরে সার্বিক বিষয়ের উপর আলোকপাত করে সন্তোষ প্রকাশ করেন।
সভায় উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মৃধাসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।