স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছা গ্রামের মাঠে পূর্ব শত্রুতার জের ধরে দুই কৃষকের ৩ হাজার ড্রাগন ও ৭শ’ পেয়ারা গাছ কেটে সাবার করে দিয়েরেছ দূর্বত্তরা।
স্থানীয়রা জানান, বামনগাছা গ্রামের রকি আহম্মেদ ৩ বছর আগে দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলো। কিছুদিন আগে বেশ কিছু ড্রাগন ফল বিক্রি করেছেন। ভরা মৌসুম কেবল শুরু হচ্ছে এবার আরো ফল বিক্রি হবে বলে আসা ছিলো তার। কিন্তু ৭ এপ্রিল সোমবার রাতে তার বাগানের সব গাছগুলো কেটে সাবার করে দিয়েছে দূর্বত্তরা । একই রাতে ওই গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়ায় বিঘা জমির ৭শ’ ফলন্ত পেয়ারা গাছও কেটে দিয়েছে দূর্বত্তরা।
ক্ষতিগ্রস্থ কৃষক রকি ও রিংকু মিয়ার দাবী পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা এ ঘটনাটি ঘটিয়েছে। তারা থানায় লিখিত অভিযোগ দেবেন বলেও জানান।