স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা।
সভায় জাতীয় ও জেলা পর্যায়ের কর্মসূচীর আলোকে কর্মসূচী চুড়ান্ত করা হয়।
প্রস্তুতিমূলক সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তালেব, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলামসহ সকল সরকারী দপ্তরের অফিসারগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিকও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।