স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে তন্ময় স্পোটিং ক্লাবের উদ্যোগে নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় খালিশপুর ৩-১ গোলে বৈঁচিতলাকে হারিয়ে চ্যাম্পীয়ন হয়েছে।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘নতুন বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রনি, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ফারুক হোসেন খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংহঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি তদন্ত) সাজ্জাদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, তন্ময় স্পোটিং ক্লাবের পরিচালক তন্ময় ও মহেশপুর উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল আজিজ।
খেলা পরিচালনা করেন সাজ্জাদ হোসেন, ইসমাইল হোসেন ও টুটুল মিয়া।
আগামীকাল ৫ সেপ্টেম্বর শুক্রবার মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে তন্ময় স্পোটিং ক্লাবের উদ্যোগে নারী ফুটবল টুর্নামেন্ট। খেলায় অংশো গ্রহন করবে খুলনা নারী ফুটবল একাদশ বানাম রাজশাহী নারী ফুটবল একাদশ।