স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামে পিতার রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তি ও গাছ পালা ভাগ বাটোয়ারা নিয়ে আপন সহোদর ৫ ভাইয়ের মধ্যে চরম দন্দে পরিনত হয়েছে। চলছে একের অপরের নামে অভিযোগ দায়ের।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের মৃত ইউছুপ মন্ডলের ছেলে আব্দুস ছামাদ তার পিতার রেখে যাওয়া পৈত্রিক সুত্রে প্রাপ্ত সম্পপ্তি ও গাছ পালা আপন সহোদর ভাইদের নিকট সঠিক ভাবে বুঝে না পাওয়ায় তিনি বাদী হয়ে এযাবৎ স্থানীয় ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে তার আপন সহোদর ৪ ভাইয়ের নামে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছে।
এবিষয়ে ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান ও থানা পুলিশ উভয় পক্ষকে ডেকে নিয়ে কয়েক দফা শালিস বৈঠক ও বসাবসি করেও আজ পর্যন্ত উল্লেখ যোগ্য তেমন কোন সুরহা করতে পারেননি।
অভিযোগের বাদী আব্দুস ছামাদ জানান, আমরা একই মায়ের পেটে জন্ম নেওয়া ৫ ভাই ও ৩ বোন। বাবা মা কেহই আর বেঁচে নেই। আমি পার্শবর্তি জীবননগর বাজারে মোটরসাইকেল ম্যাকানিকের কাজ করি। ৪ ভাই এক হয়ে পিতার রেখে যাওয়া সম্পত্তি ও গাছ পালা আমাকে সঠিক ভাবে বুঝে না দিয়ে তাদের ইচ্ছা মত জোর পুর্বক দখল করাসহ গাছ পালা বিক্রি করে নেয়। আমি তাতে বাধাগ্রস্থ করলে ওরা সকলে মিলে মেরে ফেলার হুমকি প্রদান করে। বর্তমানে নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি।
এবিষয়ে অন্যান্য ভাইদের সাথে কথা বললে তারা জানান আমরা জোর পুর্বক কোন গাছ পালা কেটে নেয়নি, আমরা হিস্যা অনুযায়ী আমাদের অংশ মোতাবেক আমাদের গাছ আমরা বিক্রি করেছি, এছাড়া পিতা-মাতার ওয়ারেশ মোতাবেক তার প্রাপ্য অনুযায়ী সম্পত্তি আমরা তাকে বুঝিয়ে দিয়েছি। এবিষয়ে ঝিনাইদহ আদালতে মামলা করা হয়েছে। যা চলমান রয়েছে। আদালত যে রায় দিবে আমরা সেটাই মেনে নেবো।
Leave a Reply