স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনে বিভিন্ন ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৬২ বোতল ভারতীয় মদ, ৪৪ বোতল ফেন্সিডিল ও ৫০০ পিচ ট্যাপেনটোডোল ট্যাবলেট উদ্ধার করেছে।
মহেশপুর ৫৮ বিজিবি সুত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে মহেশপুরে শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শ্রীনাথপুর গ্রামের রহিম মিয়ার মেহগনী বাগানের ভিতর থেকে ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। একই সময় লড়াইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা লড়াইঘাট সীমান্ত এলাকা থেকে ২২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
একই দিন রাতে কুসুমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে চাপাতলা গ্রামের একটি ভুট্রা ক্ষেতের পাশ থেকে ৫০০পিট ভারতীয় ট্যাপেনটোডোল ট্যাবলেট উদ্ধার করে। একই সময় যাদবপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
এঘটনায় মহেশপুর থানায় পৃথক ভাবে মামলা হয়েছে।
Leave a Reply