স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বোলালিয়া গ্রামের মাঠে কৃষক আহসান হাবিরের দেড়বিঘা জমির ড্রাগন বাগান রাতের আধারে একেবারে কেটে সাবার করে দেওয়া হয়েছে।
ড্রাগন বাগানের মালিক কৃষক আহসান হাবিব ওরফে হাসান জানান, ৮ মার্চ শুক্রবার রাতের যে কোন সময় শত্রুতা করে আমার বোলালিয়া মাঠের দেড় বিঘা জমির ড্রাগন বাগানের গাছগুলো গোড়া থেকে কেটে সাবার করে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, শুক্রবার দুপুরে আমি মাঠ থেকে আমার বাগানগুলো দেখে বাড়ীতে গিয়েছি। শনিবার সকালে বাগানে গিয়ে দেখতে পাই আমার দেড় বিঘা জমির ড্রাগন গাছগুলো কে বা কাহারা শত্রুতা করে কেটে সাবাড় করে দিয়েছে।