স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ১০ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গ্রামবাসী অভিযুক্তকে বিবস্ত্র অবস্থায় হাতে নাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।
২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর স্বরুপপুর কওমি মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত মসলেম উদ্দিন (৪৮) স্বরুপপুর গ্রামের মৃত ইলাহি বক্সের ছেলে।
এলাকাবাসী জানায়, মসলেম উদ্দিন একজন মুদি দোকানদার। সে বহুদিন ধরে এলাকার নারী-শিশুদের সাথে অনৈতিক কাজ করে আসছে। ধরাপড়ার পর বিষয়টি অভিযুক্ত মসলেম উদ্দিন তা স্বীকার করেছে।
ওই শিশুটির কাছে তিনি ২০০ থেকে ২৫০ টাকা পেতো। সেই টাকার জন্য তিনি মদ্রাসার কক্ষে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এলাকাবাসী বিবস্ত্র অবস্থায় তাকে হাতে নাতে ধরে ফেলে।
স্বরুপপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জুলফিকার আলী বিশ্বাস জানান, স্বরুপপুর কুশুমপুর এলাকার জনগন মসলেমকে ঘটনাস্থল থেকে আটক করে। আমি বিষয়টি জানতে পেরে মহেশপুর থানার ওসিকে জানালে তিনি ওসি তদন্ত সাজ্জাদকে ঘটনাস্থলে পাঠান।
এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে ধর্ষণকারী মসলেমকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মহেশপুর থানার ওসি তদন্ত জানান, তদন্ত সাপেক্ষে আইনায়ুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply