মোঃ ফাহিমুল ইসলাম: ঝিনাইদহের মহেশপুরে চলতি ২০২২-২৩ অর্থবছরের খরিপ/ ২০২৩-২৪ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যের রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ ২২ জুন বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলার ৩শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি সার , ২০ কেজি এমওপি সার, সুতালী, বালাই নাশক, সেচ ও বাশ ক্রয় বাবদ মোবাইল একাউন্টে ২৮০০ টকা প্রদান করা হয়।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনা মুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন সুলতানা, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু ও
মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন।
Leave a Reply