স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর-যাদবপুর সড়কের জাগুসা এলাকায় রাস্তার দুই ধারে কৃষি অফিসের উদ্যোগে দেশী তালের চারা রোপন করা হয়েছে।
১ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার দেশী তালের চারা রোপনের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত দেশী তালের চারা রোপনের উদ্বেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবরিনা মুজাইন নাবিলা প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা জানান, মহেশপুরের প্রতিটা রাস্তার দুই ধারে দেশী তালের চারা রোপনের ব্যাবস্থা করা হচ্ছে।