স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাদরতনপুর গ্রাম থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের রুপার গহনাসহ কামাল মালিথা (৩৮) নামের একজন চোরাচালানীকে আটক করেছে বিজিবি।
আজ (১৪ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উক্ত চোরাচালানীকে রুপার গহনাসহ আটক করা হয়। আটককৃত কামাল মালিথা মহেশপুর উপজেলার চাদরতনপুর গ্রামের কুড়ুল মালিথার ছেলে
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আগে থেকেই ওৎপেতে থাকে বিজিবি সদস্যরা । এরপর ঐসময় এক ব্যক্তিকে চাদরতনপুর গ্রামের রাস্তা দিয়ে আসতে দেখে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তাকে তাড়া করে । ঘটনা বুঝে কামাল পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে ধরে ফেলা হয়। এসময় তার কাছে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ তল্লাসি করে ৪.৪৬৮ কেজি শুল্ক ফাকি দেয়া রুপার গহনা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৩৬ হাজার ৩০৪ টাকা।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। জব্দকৃত রুপার গহনা তদন্ত কর্মকর্তার সমন্বয়ে ঝিনইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
Leave a Reply