স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্তের সিকিউরিটি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মধ্যে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মহেশপুরের স্বরুপপুর ইউনিয়নের কুসুমপুর সীমান্তে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, মানব পাচার রোধ, সীমান্তে হত্যা না হওয়া, মাদক চোরাচালান প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করাসহ অন্যান্য সীমান্ত-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলম পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন ও ভারতের ১৯৪ ব্যাটালিয়ান বিএসএফের ভারপ্রাপ্ত কমান্ডা মুগনথান ও তার স্টাফ অফিসারসহ ১০ জন। বিজিবি-বিএসএফ এর উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ৩ কিঃ মিঃ হাঁটেন।
বিজিবি জানান, সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে প্রচেষ্টা চালানোর বিষয়ে বিএসএফ একমত হয়েছেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সু-সম্পর্ক বজায় রাখার অঙ্গিকার ব্যক্ত করে সৌহার্দ্যপুর্ণ পরিবেশে সৌজন্যে সাক্ষাৎ শেষ করেন দু’দেশের কমান্ডাররা।