January 28, 2026, 11:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিল বিএসএফ

স্টাফ রিপোর্টার : বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়েছে। তার মধ্যে একজন নারী- ও একজন পুরুষ রয়েছে।

বিজিবির এক প্রেস বিঞ্জপ্তিত্বে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি।

বাংলাদেশি নাগরিক দু’ জন হলেন মাদারীপুর জেলার বাজিতপুর থানার কমলাপুর গ্রামের নিরোদ বৈদ্যর ছেলে লিটন বৈদ্য (২৭) ও বরিশাল জেলার আগৈল ঝাড়া থানার চাঁদনিশিয়া গ্রামের খলিল উদ্দিনের মেয়ে  সানজিদা আক্তার রুমি (২১)।

২০ মার্চ সন্ধ্যা ৭ থেকে রাত ৮ পর্যন্ত জীবননগর সীমান্তের বেনিপুর বিওপির পাশে মহেশপুর এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বেনিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার উবায়দুল্লাহ ও বিএসএফের পক্ষে পুটিখালি কোম্পানি কমান্ডার এসি হিমাংগু সরমা।

মহেশপুর (৫৮) বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করেন এ সময় তারা বিএসএফ’র হাতে আটক হন। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়।পরে রাতে বিজিবি- বিএসএফ’রমধ্যে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেওয়া হয়।

মহেশপুর  থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফয়েজ উদ্দিন জানান, দুইজনকে থানায় নিয়ে এসেছেন বিজিবি সদস্যরা। একজন নারীক যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে,অন্যজনের নামে থানায় মামলা হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page