স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পেপুলবাড়ীয়া সীমান্ত এলাকা থেকে ভবেন মন্ডল (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮বিজিবির সদস্যরা।
আটককৃত ভারতীয় নাগরিক ভারতের উত্তর ২৪পরগনা জেলার বনগাঁ থানার নেতাজি নগর গ্রামের পরেশ মন্ডলের পুত্র ভবেন মন্ডল (৪০)।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ ডিসেম্বর মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন এক ভারতীয় নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। আবার বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে এই সংবাদ পাওয়ার পর ৫৮বিজিবির কুশুমপুর ক্যাম্পের সদস্যরা পেপুলবাড়ীয়া গ্রামের রুহুল আমিনের মেহগনি বাগান হতে তাকে আটক করে । আটককৃত ভারতীয় নাগরিক ভবেন মন্ডলকে অবৈধ্য ভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপার্দ করা হয়েছে।
Leave a Reply