স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে আরিফুল ইসলাম (২৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার ভোরে উপজেলার লড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উপজেলার শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।
৫৮ বিজিবি ও এলাকবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার লড়াইঘাট সীমান্ত দিয়ে মোমিনুর ও হযরত আলীর নেতৃত্বে ৭-৮ জন বাংলাদেশি গরু চোরাকারবারি ভারতে গরু আনতে যায়। ভোরে ভারত থেকে ফেরার সময় ভারতের অভ্যন্তরে ওমরপুর গ্রামের মাঠে পাখিউড়া বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় অন্যরা ভারতে পালিয়ে গেলেও বিএসএফের গুলিতে আরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং একজন আহতের খবর পাওয়া গেছে। বর্তমানে লাশ ভারতের পাখিউড়া ক্যাম্প বিএসএফের নিয়ন্ত্রণে আছে।
শ্যামকড়ু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রাতে অবৈধপথে সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায় আরিফুল ইসলাম। সকালে স্থানীয় বাংলাদেশিরা সীমান্ত এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, বিএসএফর গুলিতে তার মৃত্যু হয়েছে।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, হত্যার ঘটনায় হাসখালী থানার পাখিউড়া বিএসএফ ক্যাম্পে বার্তা পাঠানো হয়েছে তারা এখনও ফিরতি বার্তা দেয়নি।
Leave a Reply