এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওবাইদুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশীর লাশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) শনিবার বিকালে ফেরত দিয়েছে। গত ২৮ এপ্রিল মহেশপুরের গোপালপুর সীমান্তে বিএসএফ ওবাইদুলকে গুলি করে হত্যা করে লাশ নিয়ে যায়।
মহেশপুর থানা ও বিজিবি সূত্রে জানা যায়, ১২ জুলাই শনিবার বিকালে ভারতের ৫৯ বিএসএফরে মধুপর ক্যাম্প ও বাংলাদেশের ৫৮-বিজিবি‘র মাটিলা কোম্পানি কমান্ডারের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদগা থানার এস আই বিশ্বজিৎ পাল মহেশপুর থানা ওসি তদন্ত সাজ্জাদ হোসেনের উপস্থিতে ওবাইদুল ইমলামের পিতা হানেফ আলী ও তার পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেন। এসময় উভয় পক্ষের সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ৫৮-বিজিবি‘র অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে চিঠি আদান-প্রদানের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।